এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

আজ সন্ধ্যায় দুই নাটক বহরমপুর রবীন্দ্রসদনে

Published on: October 23, 2021

ধীরে ধীরে ফের ছন্দে ফিরছে মঞ্চ। আজ সন্ধ্যায় বহরমপুর রবীন্দ্রসদনে ‘বহরমপুর গাঙচিল’এর উদ্যোগে দেখানো হবে দু’টি নাটক।

প্রথমার্ধে মঞ্চস্থ হবে চাকদহ নাট্যজনের নতুন প্রযোজনা ‘কমলী কথা’। এটি একটি আলকাপ আশ্রিত নাটক। রচনা করেছেন দীপক নায়েক, আবহ ও নির্দেশনায় রয়েছে রাহুল দেব ঘোষ। মঞ্চ করেছেন নীল কৌশক, আলো করেছেন সুমন পাল।

দ্বিতীয়ার্ধে দেখানো হবে কোলকাতার “মার্গণ” কলেজস্ট্রীট প্রযোজিত “কালসন্ধ্যায়” নাটক। অবসরপ্রাপ্ত জাহাজের ক্যাপ্টেন রক্তকমল বিশ্বাস  কোনো এক সময়ে এক জাহাজডুবিতে আক্রান্ত হয়ে  মানসিক ভারসাম্যহীন। কিন্তু এখনও  ভাবেন যে সেই জাহাজী সঙ্গীরা আজও হয়তো ফিরে আসবে তাঁর দেওয়া গুপ্তধন নিয়ে। কিন্তু তারপর কী হয়, তা জানতে নাটক দেখতে আসার আমন্ত্রণ জানিয়েছেন উদ্যোক্তারা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now