আজ মহালয়া, করোনা আবহে তর্পণ বহরমপুরের ঘাটে

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব প্রতিবেদনঃ মহালয়া মানেই দুর্গা পুজোর দিন গোনা শুরু। পিতৃ তর্পণের মাধ্যমে শুরু হয় মহালয়ার সকাল। বৃহস্পতিবার সকাল থেকেই বহরমপুর শহরের ভাগীরথীর পাড়ে তর্পণের চেনা ছবি। পিতৃপুরুষদের উদ্দ্যেশ্যে ঘাটে ঘাটে তর্পণ সারলেন অনেকেই। কৃষ্ণনাথ কলেজ ঘাটে অন্যান্যবারের তুলান্য এবছর জন সমাগম অনেকটাই কম। পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা হয়ে গেল আজ থেকেই। যদিও এবছর মহালয়ার এক মাস পরে দুর্গা পুজো, তবুও পুজোর ঢাকে কাঠি পড়ল। এবছর করোনা আবহে পিতৃ পুরুষদের স্মরণ করে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি প্রত্যেকেই করোনা মুক্তির প্রার্থনাও করলেন।