আজ থেকে রবীন্দ্রসদনে শিল্পের হাট ,খাবারের মেলা , মুর্শিদাবাদ কনক্লেভ Murshidabad Conclave

Published By: Madhyabanga News | Published On:

আজ বহরমপুর রবীন্দ্রসদনে শুরু হচ্ছে মুর্শিদাবাদ কনক্লেভ ২০২১-২০২২। আগামী ৩০, ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি বহরমপুর রবীন্দ্রসদনে অনুষ্ঠিত হতে চলবে  মুর্শিদাবাদ কনক্লেভ ২০২১-২০২২। মুর্শিদাবাদ কনক্লেভে তুলে ধরা হবে  মুর্শিদাবাদ জেলার পর্যটন, ইতিহাস, শিল্প, সংস্কৃতি, স্বাস্থ্য, কৃষি, উন্নয়নের বিভিন্ন বিষয়। প্রথম দিন একটি পদযাত্রায় উঠে আসবে  মুর্শিদাবাদের লোক সংস্কৃতির বিভিন্ন দিক।
৩০ ডিসেম্বর , বৃহস্পতিবার বেলা ২ টোয়  বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মাধ্যমে পথচলা শুরু হবে মুর্শিদাবাদ কনক্লেভের।

কনক্লেভে বহরমপুর রবীন্দ্রসদন চত্বরে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ৩১ ডিসেম্বর হবে লোকগানে বর্ষবরণ। থাকছে নানা স্বাদের খাবার দাবারের স্টল। নিজেদের শিল্প সম্ভার নিয়ে উপস্থিত থাকছেন মুর্শিদাবাদ জেলার শিল্পীরা। খোলা থাকছে বেলা ১ টা থেকে রাত্রি ৯ টা , প্রতিদিন।