আজিমগঞ্জে আড়াইশো বছরেরও পুরোনো মন্দিরে জমে উঠেছে মেলা

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ আড়াইশো বছরেরও পুরোনো  রাজ রাজেশ্বরী মন্দিরে মন্দিরে শুরু হয়েছে  বাসন্তী পুজোর  মেলা ।  মুর্শিদাবাদের আজিমগঞ্জের বড়নগরে রানী ভবানীপাড়ায়  এখানেই রয়েছে ইতিহাসে মোড়া প্রাচীন ঐতিহ্যমণ্ডিত রাজ-রাজেশ্বরী দেবী মন্দির । করোনা আবহে দু বছর হয়নি কোন উৎসব উদযাপন, করোনা ধাক্কা সামলে এবার ফের রাজ-রাজেশ্বরী মন্দিরে বাসন্তী পুজোর আয়োজন।

১৭৫৭ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এই মন্দির সংস্কারের পর নবরূপে সেজে উঠেছে। বাসন্তী পুজো উপলক্ষে পাঁচদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চ ও মেলা উৎসবের সূচনা হল মহাষষ্ঠীর দিন। পুজার্চনা, ভোগ নিবেদন সন্ধ্যা আরতির সাথেই স্থানীয় শিল্পী সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়েছে এই কটা দিন। বাসন্তী পুজো উপলক্ষে মন্দির সংলগ্ন প্রাঙ্গণে ৫ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ‘ ‘মেলা উৎসব’ ঘিরে আশাবাদী মন্দির কমিটির সদস্যরা।

রাজ-রাজেশ্বরী অছি পরিষেবা ট্রাস্ট বোর্ড’এর সভাপতি পরিমল কুমার সরকার জানান, দূর দূরান্ত থেকে আসা  দর্শনার্থীদের ভিড়ে জমজমাট হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। বাসন্তী পুজো ঘিরে ফিরছে উৎসব উদযাপনের সেই ছবি।