নিজস্ব প্রতিবেদন: আজিমগঞ্জের মুকুন্দ বাগ গ্রাম পঞ্চায়েতের আমিনাবাজার ফৌজ বাগে শনিবার সকালে স্থানীয় একটি বাড়িতে হটাতই আগুন লেগে যায়। বাড়িতে ছিলেন বাড়ির মালিক বছর ৭৫এর সামসের আলী। বাড়িতে সেই সময় অন্য কেউ ছিলনা বলেই স্থানীয় সুত্রে খবর। ধোয়া বেরোতে দেখে ছুটে আসে প্রতিবেশিরা, আগুন নেভানোর কাজে হাত লাগায়।পাট ও খড়ের গাদায় আগুন আগে, অনেক প্রয়োজনীয় নথী পুড়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধ সামসের আলী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় পুলিশ ও স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিও। বাড়ির মালিকের সাথে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন তারা। তবে কিভাবে আগুন লাগলো বুঝে উঠতে পারছেন না কেউই।
আজিমগঞ্জে আগুনে ভস্মীভূত বাড়ির একাংশ from IMAGIN CTv on Vimeo.















