আজই মধুর শেষ রজনী তৃণমূলে ?

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ ১৬ ফেব্রুয়ারিঃ বুধবার জেলা পরিষদ নিয়ে জরুরি সভা ডাকল তৃণমূল কংগ্রেস। জেলা পরিষদের সভাধিপতির সাথে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির দীর্ঘ দড়িটানাটানির ইতি হবে বৈঠকে। গুঞ্জন শোনা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের অন্দরে কান পাতলে।
বুধবার বহরমপুরে দলের জেলা দপ্তরেই ডাকা হয়েছে সভা। সভা ডেকেছেন তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি আবু তাহের খান।
এই সভাতেই ঠিক হবে মুর্শিদাবাদ জেলা পরিষদের ভবিষ্যৎ।
শুভেন্দু অধিকারীর সাথে দলের দূরত্ব বাড়তেই মুর্শিদাবাদ জেলায় তুঙ্গে ওঠে তাহের মধু-বিবাদ।
প্রয়াত নেতার স্মরণসভা থেকে ‘দাদার অনুগামী’ লেখা ফ্লেক্স। তিক্ততা বাড়ছিলই। সম্প্রতি মোশারফ হোসেন ঘনিষ্ট জেলা পরিষদের মহিলা সদস্য অভিযোগ করেন, তাকে অপমান করেছেন আবু তাহের খান।
জেলায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করতে এলে, সেই সভাতেও যোগ দেন’নি মোশারফ হোসেন মধু।
দুই নেতার গড় খোদ নওদার মাটিতেও আলাদা আলদা করে জনসংযোগে দেখা যায় আবু তাহের খান, মোশারফ হোসেন মধুকে।
এর মাঝেই জরুরি ভিত্তিতে ডাকা তৃণমূল কংগ্রেসের সভার দিকে নজর থাকছে সবার।
আবু তাহের খানের ডাকা সভায় মোশারফ হোসেন আদৌ যোগ দেবেন না বলেই মনে করা হচ্ছে। প্রশ্ন উঠছে, তাহলে কাল সভা থেকে মধুকে ঝেড়ে ফেলবে তৃণমূল কংগ্রেস ? ছিন্ন হবে মধু’র সাথে দলের সভ যোগাযোগ ?
এক সময় অধীর চৌধুরী ঘনিষ্ট মোশারফ হোসেন মধু, ‘উন্নয়ন’এর কথা বলে শামিল হয়েছিলেন শাসক দল তৃণমূল কংগ্রেসে। ১৯ তারিখ বহরমপুর টেক্সটাইল কলেজের মোড়ে সভা করবে কংগ্রেস। বহরমপুরের সাংসদ অধীর চৌধুরীর হাত ধরে ওই সভায় মধু’র ঘর ওপসি হবে কিনা , উঠছে সেই প্রশ্নও।
জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে মধু’কে সড়িয়ে দেওয়া হলে জেলাপরিষদ কীভাবে নিয়ন্ত্রন করবে তৃণমূল কংগ্রেস ? দল আর মধুর বিবাদে কোন পক্ষে যাবেন কারা ? এই সব প্রশ্নই এখন তাড়া করছে তৃণমূল কংগ্রেস নেতাকে।
রাত পোহালে ঘটনা কোন দিকে গড়ায়, অধীর অপেক্ষায় সেদিকেই চেয়ে রাজনৈতিক মহল।
সোমবার কলকাতায় সুব্রত মুখার্জি ও ফিরহাদ হাকিমের সাথে রুদ্ধদার বৈঠক করেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি, সাংসদ আবু তাহের খান। সেই আলোচনার পরপরই জেলা পরিষদ সদস্যদের নিয়ে সভা ডাকায় রাজনৈতিক মহলের অনুমান, রাজ্য নেতৃত্ব সভাধিপতির বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়ার পথেই হাঁটছেন।
পিছিয়ে নেই মোশারফ হোসেনও। দল যে কোন সময় তাঁকে নিয়ে কোন কঠোর সিদ্ধান্ত নিতে পারে, তা আন্দাজ করছেন মোশারফও। ফলে, আগামী ১৯ ফেব্রুয়ারি বহরমপুরে কংগ্রেসের ডাকা জনসভায় অধীর চৌধুরী’র হাত ধরে ফের কংগ্রেসে ফিরে আসার রাস্তায় তৈরি হচ্ছে। সেটা ফুটে উঠছে মোশারফ অনুগামীদের হাবেভাবেই।