মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ১৯ জুনঃ আগস্টেই ভারতে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ। সতর্ক করলেন AIIMS এর ডিরেক্টর চিকিৎসক রণদীপ গুলেরিয়া। তাঁর আশঙ্কা, ছয় থেকে আট সপ্তাহে দেশে শুরু হতে পারে কোভিডের তৃতীয় ঢেউ। একবার সংক্রমণের বৃদ্ধি শুরু হলে তা রোখা কঠিন হবে। রণদীপের কথায় কোভিডের দ্বিতীয় ঢেউ থেকেও শিক্ষা নেয়নি দেশ।
এক টিভি চ্যানেলকে দেওয়া ইন্টারভিউতে তিনি বলেন, কোভিডের প্রথম এবং দ্বিতীয় ঢেউ থেকে শিক্ষা না নিয়ে আবার বিভিন্ন স্থানে ভিড় বাড়ানো হচ্ছে। কোভিড রুখতে জন্য প্রয়োজনীয় আচরণ না করলে কোভিড কেসের সংখ্যা বাড়তে সময় লাগবে না।
গুলেরিয়ার পরামর্শ, ৫ শতাংশের বেশি পজিটিভিটি রেট আছে এমন জেলাগুলিতে মিনি লকডাউন ঘোষণা করা উচিত। “টেস্ট অ্যান্ড ট্র্যাক” পদ্ধতি মেনে সংক্রমণ নিয়ন্ত্রণ করা দরকার।
ভ্যাকসিন দেওয়ার কাজের গতি বাড়ানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।