মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ অস্থায়ী দোকান উচ্ছেদকে ঘিরে ধুন্ধুমার কান্দিতে । দুপক্ষের সংঘর্ষে ঝরল রক্ত । আহত হয়েছেন তিনজন। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ । জানা গিয়েছে কান্দি পৌরসভার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অস্থায়ী দোকান রয়েছে। সেই দোকান উচ্ছেদ করতে গেলেই ধুন্ধুমার বাধে। স্থানীয়দের বাধার মুখে পরেন পৌরসভার কর্মীরা। সেখানে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। আহত হয় দুপক্ষের বেশ কয়েকজন।
ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। একটি গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ ।
কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক জানান, কান্দি পৌরসভার সম্পত্তি দীর্ঘদিন ধরে দখল করে রাখা হয়েছিল। ওই সম্পত্তি দখলমুক্ত করতে গেলে বেআইনি দখলদারেরা বাধা দিয়েছেন। পুলিশ পুলিশের কাজ করছে।