নিজস্ব সংবাদদাতা, মালদহঃ অসুস্থ আবু তাহের খানের দায়িত্বভার পেলেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার ওরফে ডেভিড। গুরুতর অসুস্থ অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান। বর্ষীয়ান এই নেতা বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার চেয়ারম্যানও। তাঁর অসুস্থতায় একদিকে যেমন সংগঠনের নানান দিকে অসুবিধা হচ্ছে তেমনি তাঁর সাংসদ এলাকার মানুষজনও সাংসদকে পাচ্ছেন না তাঁর অনুপস্থিতিতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার মালদহ-মুর্শিদাবাদের জেলা প্রশাসনের বৈঠকে এসে আবু তাহেরের সাংগঠনিক ও সাংসদ এলাকা দেখভালের দায়িত্ব নিতে বলেন অপূর্বকে। মুখ্যমন্ত্রী বলেন, “ আবু তাহের খুব অসুস্থ। সে বহরমপুর-মুর্শিদাবাদের চেয়ারম্যান ছিল। সুস্থ হতে তাঁর বেশ কিছুদিন সময় লাগবে। যতদিন তাহের সুস্থ হচ্ছে না ততদিন তুমি দায়িত্ব নাও। একটা যোগাযোগ রাখতে হবে।” ডেভিড সম্মতি দিলে মমতা তাঁকে আরও বলেন, “ তুমি শাওনিকে সাহায্য করবে। আবু তাহেরের লোকের সঙ্গে শাওনির যোগাযোগ নেই। তুমি আবু তাহেরের লোকেদের প্রোটেকশন দেবে।” মুর্শিদাবাদ জেলায় তৃনমূলের সভাপতি শাওনি ও চেয়ারম্যান আবু তাহেরের মধ্যে যে দলীয় সম্পর্ক “ ঠিকঠাক” নয় তা তৃণমূল স্তরের কর্মীরাও জানেন। প্রসঙ্গত, চলতি বছর এপ্রিল মাসের বারো তারিখ দলের জেলা কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন আবু তাহের। মুখ্যমন্ত্রীকে ফোন করে তাঁর সে কথা জানিয়েছিলেন তিনি। এরপর অবশ্য জেলা কমিটি বাতিল বা স্থগিত করেননি রাজ্য নেতৃত্ব। তারমধ্যেই অসুস্থ হয়ে পড়েন তাহের। কিন্তু দলনেত্রী যে জেলার এই দুই শীর্ষ নেতৃত্বের মধ্যে দলীয় সম্পর্কের বিষয়ে ওয়াকিবহাল মুখ্যমন্ত্রীর এ দিনের কথাতেই তা স্পষ্ট বলে মনে করছেন রাজনৈতিক মহল।