নিজস্ব প্রতিনিধি,নওদাঃ দীর্ঘ প্রায় সাড়ে ছ’মাস পর ফের রাজনীতির ময়দানে দেখা গেল মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খানকে। দীর্ঘ প্রায় সাড়ে ছ’মাস ধরে তাঁর চিকিৎসা চলছে । গত শুক্রবার নওদার বাড়িতে ফেরেন সাংসদ। বাড়ি ফিরেই জানিয়েছিলেন রাজনীতির ময়দানে ফেরার কথা। মঙ্গলবার নওদায় তৃণমূলের বিজয়া সম্মেলনীর মঞ্চে দেখা গেল তাঁকে। এদিন জেলা তৃণমূল সভানেত্রী শাওনী সিংহরায় ও দলীয় নেতৃত্বের পাশে বসেই অনুষ্ঠানে অংশ নিলেন তিনি। বিভিন্ন পুজো কমিটির হাতে পুরস্কারও তুলে দিলেন তাহের। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে সভানেত্রীর সঙ্গে কেক কাটতেও দেখা যায় তাঁকে। উল্লেখ্য গত ১৯ এপ্রিল নিজের বাড়িতে অসুস্থ হয়ে পড়েন তিনি। ওই রাতেই তাঁকে ভর্তি করানো হয় কলকাতা মল্লিকবাজারের একটি বেসরকারি হাসপাতালে। এক মাসের বেশি সময় ছিলেন ভেন্টিলেশনে। ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দেন তিনি। কয়েক মাস আগে একবার নওদার বাড়িতে ফিরেছিলেন, তারপর আবার চিকিৎসার জন্য যান। অসুস্থতার জন্য তৃণমূলের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার চেয়ারম্যান পদ থেকে অব্যাহতিও দেওয়া হয়েছিল তাঁকে। রাজনীতির মঞ্চে তাঁকে দেখে খুশি তাঁর অনুগামীরা।