অর্থোপেডিক চিকিৎসা পরিষেবার উন্নতিতে মুর্শিদাবাদ মেডিক্যালে লাইভ সার্জারি

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ : ওয়েস্টবেঙ্গল অর্থোপেডিক এসোসিয়েশনের মিড টার্ম কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে মুর্শিদাবাদ জেলায়। বহরমপুর অর্থোপেডিক সোসাইটির আয়োজনে দুদিন ধরে মতিঝিল পার্কে অনুষ্ঠিত হবে কনফারেন্স। তারই অংশ হিসেবে শুক্রবার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে হল লাইভ সার্জারি। জেলার অস্থি সংক্রান্ত চিকিৎসায় চিকিৎসকদের টেকনিক্যাল আপগ্রেডেশনের জন্য মূলত এই ব্যবস্থাপনা । শুক্রবার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মোট ৮ টি লাইভ সার্জারি হয়। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে অস্থি বিভাগের চিকিৎসক সহ মোট ৭০ জন চিকিৎসক এই কর্মশালা অংশ নেন। রাজ্য এবং রাজ্যের বাইরে থেকেও অস্থি বিশেষজ্ঞরা এসেছেন। প্রধান উদ্দেশ্যই হলো জ্ঞানের আদান-প্রদান। শুধুমাত্র কলকাতার উপর নির্ভরশীল নয়, জেলায় জেলায় যাতে অর্থোপেডিক এর নানান জটিল ও বড় ধরনের সমস্যা এবং অস্ত্রোপচার করা যায় সেই লক্ষ্যে মূলত এই আয়োজন।বিশেষ করে জয়েন্ট রিপ্লেসমেন্ট, লিগামেন্ট মাইক্রো সার্জারি, হিপ নি, স্পাইন এর অপারেশন, বড় ও জটিল অপারেশন হয়। সম্পূর্ন টাই হয় লাইভ সার্জারির মাধ্যমে । চিকিৎসকদের মধ্যে জ্ঞানের আদান প্রদান, নতুন কিছু শেখার ক্ষেত্রে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। প্রবীণ থেকে নবীন অস্থি শল্য বিশেষজ্ঞরা দিন উপস্থিত ছিলেন। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ও টি, ব্যবস্থাপনা , বিশেষ মেডিকেল টিম প্রশংসনীয় , সন্তোষ প্রকাশ বিশেষজ্ঞদের।