এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

অবৈধ বাড়ি ভাঙবে পৌরসভা, হবে এফআইআরঃ জাকির

Published on: April 19, 2022

মধ্যবঙ্গ  নিউজ ডেস্কঃ  অবৈধ বাড়ি ভাঙবে জঙ্গিপুর পৌরসভা। দুর্নীতি, অবৈধকাজ হলে হবে এফআইএর। ভাঙা হবে অবৈধ, বেআইনি নির্মাণ।  জঙ্গিপুর পৌরসভায় কাউন্সিলার ও আধিকারিকদের সাথে  মিটিং করে জানালেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন।

মঙ্গলবার  জঙ্গিপুর পৌরসভার সার্বিক উন্নয়ন নিয়ে পৌরকর্তা, কাউন্সিলরদের সাথে বৈঠক করেন  প্রাক্তন মন্ত্রী, জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন।  জঙ্গিপুরের পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম,  ভাইস চেয়ারম্যান সন্তোষ ব্যানার্জির উপস্থিতি ছিলেন।

পৌর এলাকায় কোনরকম অবৈধ নির্মাণ, দুর্নীতিমূলক কাজ হলে তার উপযুক্ত তদন্ত হবে , এফ এই আর হবে বলে সাফ জানান জাকির হোসেন।  গত পৌরসভা ভোটের সময় থেকেই তৃণমূলের অন্দরেই মতবিরোধ প্রকাশ্যে আসে জঙ্গিপুরে। প্রাক্তন প্রশাসকের কাজের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন দলীয় একাংশ। দুর্নীতি নিয়ে মুখ খুলেছিলেন জাকির হোসেনও । ভোট মিটতেই নতুন ভাবে বোর্ড গঠনের পর দুর্নীতি রুখতে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা শোনা গিয়েছে বিধায়কের মুখে। উন্নয়নমূলক নানান প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন জঙ্গিপুর পৌরসভার  চেয়ারম্যান মফিজুল ইসলাম ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now