মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ কোভিড মোকাবিলায় যথাযথ আচরণবিধি মেনে চলা প্রয়োজন। এর অন্যতম অঙ্গ হল মাস্ক ব্যবহার করা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রথম সারির কর্মীদের মাস্ক বিতরণের সময় একথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ হর্ষ বর্ধন । তিনি বলেন, বিভিন্ন শিল্প ও বাণিজ্যেক সংস্থার ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতা সকলকে যথাযথভাবে কোভিড আচরণবিধি মেনে চলতে হবে। কোভিড-১৯ থেকে দেশকে মুক্ত করতে প্রত্যেককে কোভিড আচরণবিধি মেনে চলা প্রয়োজন । এই আচরণ বিধিগুলিকে এক ‘জন আন্দোলন’এর রূপ দিতে হবে। এরই অঙ্গ হিসেবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রথম সারির কর্মীদের মাস্ক বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, বছরের গোড়ার দিকে টিকাদান শুরুর সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের মধ্যে কোভিড আচরণবিধি মেনে চলার ক্ষেত্রে শিথিলতার প্রবণতা লক্ষ্য করা গেছে, যা মোটেই সঠিক হয়নি। এর ফলস্বরূপ সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ে ।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, এই সংক্রমণের প্রবণতা রুখতে সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, সংক্রমণ রুখতে সবচেয়ে শক্তিশালী অথচ সহজ অস্ত্র হল মাস্ক ব্যবহার করা। এরজন্য সমাজের সর্বস্তরের মানুষকে এই আচরণবিধি যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি টিকা গ্রহণের প্রয়োজনীয়তা সম্পর্কেও উল্লেখ করেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বের বৃহত্তম টিকাকরণ অভিযানের মধ্যে ভারতে ১৮ বছরের বেশি বয়সী প্রত্যেক নাগরিককে বিনামূল্যে টিকা দেওয়া হচ্ছে।
টিকাকরণ অভিযানকেও ‘এক জন আন্দোলন’ এর রূপ দেওয়ার জন্য আহ্বান জানান তিনি। এদিন অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব শ্রী রাজেশ ভূষণ, অতিরিক্ত সচিব শ্রীমতি আরতি আহুজা, ইন্ডিয়ান রেডক্রস সোস্যাইটির সাধারণ সচিব শ্রী আর কে জৈন উপস্থিত ছিলেন।