মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ ২৭ নবগ্রামে প্রায় ৫ দিন ধরে এলাকায় তান্ডব চালানোর পর অবশেষে বন দপ্তরের খাঁচায় ধরা পড়ল সেই হনুমান। গত কয়েকদিন ধরে নবগ্রামের বড়বাথান এলাকায় একটি হনুমান মানুষের উপর আক্রমণ চালাচ্ছিল। ইতি মধ্যেই ওই হনুমানের কামড়ে জখম হয়েছেন প্রায় ১৬ জন গ্রামবাসী।
গত তিনদিন ধরে বন দপ্তরের কর্মীরা হনুমানটিকে ধরার জন্য চেষ্টা চালালেন তাকে বাগে আনতে পারেনি। হনুমানের আতঙ্কে ঘুম উড়েছিল নবগ্রামের বড়বাথান ঘোষ পাড়া এলাকার বাসিন্দাদের। সোমবার হনুমানটিকে বাগে আনতে খাঁচা পাতা হয় । খাচার মধ্যে খাবার রেখে দেওয়া হয়েছিল। সেই খাবার খেতে এসেই খাঁচায় বন্দী হয় হনুমানটি। বন দপ্তেরর কর্মীরা সেটিকে নিয়ে যায়। হনুমানটি ধরা পড়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন নবগ্রামের বড়বাথান এলাকার বাসিন্দারা।
অবশেষে খাঁচার টোপে সেই নবগ্রামের হনুমান
Published on: March 27, 2023









