কমিশনকে অপদার্থ বলে ভর্ৎসনা। সাত দিনের মধ্যে আপার প্রাইমারি নিয়োগে চাকরিপ্রার্থীদের নাম্বার সহ তালিকা প্রকাশ করতে কমিশনকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। যাদের নাম তালিকায় নেই তাদের নাম না থাকার কারণও জানাতে হবে। তালিকা দেখাতে হবে কোর্টকে। এদিন এসএসসি আপার প্রাইমারি নিয়ে মামলা ছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলাই স্কুল সার্ভিস কমিশনকে অপদার্থ বলে কোর্ট। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সাথেই শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে তলব করে কলকাতা হাইকোর্ট।
এদিন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে ডেকে পাঠিয়েছিল কোর্ট। হাজির হন তিনি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ জানান, বহাল থাকবে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ। শূন্যপদে নিয়োগের জন্য ফের প্রকাশ করতে হবে মেধাতালিকা।
কোর্টের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়, সাত দিনের মধ্যে ইন্টারভিউয়ের তালিকা আবার আপলোড করতে হবে। এবারের তালিকায় নাম থেকে চাকরিপ্রার্থীদের নাম্বারও জানিয়ে দিতে হবে।
২১ জুন আপার প্রাইমারির প্রায় ১৪ হাজার শূন্যপদের জন্য ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করেছিল কমিশন। কিন্তু সেই তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলানে চাকরিপ্রার্থীরা।