রিহাব এর ভাইদের ফোঁটা দিল স্বেচ্ছাসেবী সংস্থার বোনেরা । (এ এক অন্য ভাইফোঁটা)

Published By: Madhyabanga News | Published On:

‘বন্ধুর পথে বন্ধু ‘ স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে ভাইফোঁটা দেওয়া হলো সমাজের মূল স্রোতে ফিরতে চাওয়া মানুষদের। যে মানুষগুলো একটা সময় অতিরিক্ত নেশা করার ফলে তাঁদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল বা রিহাব এ পাঠিয়ে দেওয়া হয়েছিল। আজ তাঁরা ফিরতে চান সমাজের মূল স্রোত। বাঁচতে চান আর পাঁচজনের মত। সেই মানুষগুলোর মঙ্গল কামনায় তাঁদের কপালে ফোঁটা দিলেন “বন্ধুর পথে বন্ধু” স্বেচ্ছাসেবী সংস্থার বোনেরা। এদিন বেহালার “রিবর্ণ” রিহাব সেন্টারের ভাইদের নিয়ে ভাইফোঁটার অনুষ্ঠানে হাজির ছিলেন অনেক মানুষই। ‘বন্ধুর পথে বন্ধু’ সংস্থার সম্পাদক সুশোভন দেজানান, “ওঁরা সবাই এখন মূল স্রোতে ফিরতে চান। তবুও অনেকেই ওঁদের আপন করে নিতে পারে না। কটু কথা বলে। আজ এই অনুষ্ঠানে ওঁরা সামিল হতে পেরে খুব খুশি “। পাশাপাশি সদস্যা মৌ মল্লিক জানান, “ওঁদের অনেকের চোখেই আনন্দের জল দেখলাম। ওঁরা অভিভূত”। আরও জানান এইদিন ওঁদের সারাদিনের খাওয়ার খরচও তাঁরা দিয়েছেন। “রিবর্ন ফাউন্ডেশন” এর কর্ণধার চন্দন রক্ষিত বলেন “ওঁদের মধ্যে অনেকে এখন সুস্থ। আমার সাথে কাজও করছে। আর যাঁরা রয়েছেন তাঁরা এই ভাইফোঁটার অনুষ্ঠানে বেশ খুশি”। আরও জানান, অনেক ছেলের চোখেই জল ছিল। পরিবার পরিজন ছেড়ে তাঁরা অনেকদিন দূরে। আজ আবার ক্ষনিকের জন্য হলেও একটা অন্য রকমের ভালোবাসা পেয়ে ওঁরা আবেগ তাড়িত হয়ে পড়েন। এমনটাই জানান ‘বন্ধুর পথে বন্ধু’র সদস্যা মৌ মল্লিক।

 

‘বন্ধুর পথে বন্ধু’র পক্ষ থেকে আরও জানানো হয়, শুধু এদিন নয়, উৎসবের বিভিন্ন সময় তাঁরা এমন সমাজ সেবার কাজ করে থাকেন। আজ এই অন্য ভাইফোঁটার উদ্দেশ্যই ছিল ‘ওই’ মানুষ গুলোর মুখে হাসি ফোটানো। তাঁরা আরও জানান যতটা সম্ভব কোভিড বিধি মেনেই সমস্ত কাজ করার চেষ্টা করছেন।