অনেক ক্ষেত্রেই অধরা অনলাইন ক্লাস – চিন্তায় শিক্ষক সমাজ

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব প্রতিবেদন: মাসের পর মাস বন্ধ স্কুল, হচ্ছে না ক্লাস, শিক্ষক পড়ুয়াদের ফেস টু ফেস ইনটার‍্যাকশন নয় বদলে হচ্ছে অনলাইন কমিউনিকেশন। হই হট্টগোল ছাড়াই আজ নিস্তব্ধতা স্কুল জুড়ে। করোনা অতিমারির জেরে যেন থমকে গিয়েছে শিক্ষাক্ষেত্রের গুরুত্বপূর্ণ একটা অংশ। সবাইকে স্কুলে আনা, সবাইকে শিক্ষা দেওয়া- সর্ব শিক্ষা মিশনের মিশনই যেন আজ স্তব্ধ। সরকারি প্রচেষ্টায় শহর এবং গ্রামীণ এলাকায় অনলাইনের মাধ্যমে শিক্ষা দানের চেষ্টা চালালেও সেই প্রয়াস কতটা সফল হচ্ছে তা নিয়েও রয়েছে সংশয়। করোনা সংক্রমণ রুখতে সামাজিক দূরত্বের ক্ষেত্রে স্কুল বন্ধ হয়েছে, স্কুলে আসা বন্ধ হয়েছে পড়ুয়াদের, আর স্কুলের ক্লাসরুমের বদলে শুরু হয়েছে অনলাইন পড়াশোনা, অনলাইন ক্লাস। শিক্ষক শিক্ষিকারা আপ্রান চেষ্টা করে যাচ্ছেন পড়ুয়াদের পাশে থাকার। সরকারি বেসরকারি বিভিন্ন স্কুল শিক্ষক শিক্ষিকিরা অনলাইন ক্লাসের মাধ্যমেই পড়ুয়াদের ক্লাস নিচ্ছেন, পরীক্ষাও নেওয়া হচ্ছে। কিন্তু প্রশ্ন একটাই, এই অনলাইন ক্লাস কি ১০০ শতাংশ পড়ুয়ার ক্ষেত্রে উপকারী হচ্ছে? শহুরে এলাকার পড়ুয়াদের মতোই গ্রাম বাংলার প্রত্যন্ত এলাকার পড়ুয়াদের ঘরেও কি প্রযুক্তি নির্ভর এই ক্লাস চলছে? একাধিক প্রশ্ন কিন্তু মাথাচারা দিয়ে উঠছে।