অনাস্থা এবার বহুতলীতে , এলেন না প্রধান

Published By: Madhyabanga News | Published On:

সুতি ১ নম্বর ব্লকের সাদিকপুর গ্রাম পঞ্চায়েতের পর হাইকোর্টের নির্দেশে অনাস্থা ভোট হল বহুতালী গ্রাম পঞ্চায়েতে। বুধবার পঞ্চায়েত অফিস চত্বরে অনাস্থা ভোট ঘিরে ছিল কড়া পুলিশি নিরাপত্তা। এদিন বহুতালি গ্রাম পঞ্চায়েতের ১৭ জন সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন ১১ জন সদস্য। ১১ জনের সম্মতিতে তৃণমূল দল থেকে বহিষ্কৃত প্রধানকে অপসারণ করা হয় বলে দাবি করেন পঞ্চায়েত সদস্যরা।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের সময় গত ২৫ শে এপ্রিল বহরমপুরে রবীন্দ্রসদনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মীসভা শেষে তৎকালীন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আবু তাহের খান সাংবাদিক বৈঠকে তৃণমূল দল থেকে বহুতালী গ্রাম পঞ্চায়েত প্রধান আব্দুল সেখকে বহিষ্কারের কথা ঘোষণা করেছিলেন।

এরপর প্রধানের বিরুদ্ধে গত দু মাসে দুবার অনাস্থা এসেছিল। চলতি বছরের ১০ ই মে এবং ২ রা আগস্ট প্রধানের বিরুদ্ধে দল বিরোধী কাজের অভিযোগে অনাস্থা আনেন তৃণমূলেরই ১১ জন সদস্য। আইনি জটিলতায় স্থগিত হয়ে যায় অনাস্থা প্রক্রিয়া। ২৫ শে আগস্ট পঞ্চায়েত সদস্য অরুণ কুমার মন্ডলের নেতৃত্বে মোট ১১ জন সদস্য বিডিও র কাছে অনাস্থা পত্র জমা দেন এবং হাইকোর্টের নির্দেশে অনাস্থার দিনক্ষণ আজ ঠিক হয়।

এদিন ১১ জন সদস্য পঞ্চায়েতে উপস্থিত হয়ে অনাস্থা প্রক্রিয়া সম্পন্ন করেন। অপরদিকে প্রধান এর পক্ষে, প্রধান সহ ৬ জন সদস্য এদিন অনুপস্থিত ছিলেন।