অনলাইন রেজিস্ট্রেশন ছাড়াই ভ্যাকসিন, টিকায় চালু ‘ওয়াক-ইনস’

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ১৬জুনঃ কো ইউন পোর্টালে অনলাইন রেজিস্ট্রেশন ছাড়াও মিলবে টিকা । করোনা প্রতিষেধক টিকা নেওয়ার জন্য অনলাইনে নিবন্ধকরণ এবং আগাম বুকিং বাধ্যতামূলক নয়।১৮ বছর তদুর্ধ ব্যক্তিরা সরাসরি টিকাদান কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করতে পারেন। সেখানে গিয়েও নিবন্ধীকরণ করানো যাবে। এই তথ্য জানানো হয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে।

জানানো হয়, করোনা প্রতিষেধক টিকা নেওয়ার জন্য অনলাইনে নিবন্ধকরণ এবং আগাম বুকিং বাধ্যতামূলক নয়। ১৮ বছর তদুর্ধ ব্যক্তিরা সরাসরি টিকাদান কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করতে পারেন। সেখানে গিয়েও নিবন্ধীকরণ করানো যাবে। এই পদ্ধতিটি ‘ওয়াক-ইনস’ নামে সর্বাধিক পরিচিত।

কো-উইন অ্যাপসের মাধ্যমে নিবন্ধকরণ করানোর অনেকগুলি পদ্ধতি রয়েছে। গ্রামীণ অঞ্চলে এবং বস্তি এলাকায় বসবাসকারী সুবিধাভোগীরা প্রতিষেধক টিকা নেওয়ার জন্য সরাসরি টিকাদান স্থলে গিয়ে নিবন্ধকরণ করাতে পারবেন। এজন্য ১০৭৫ হেল্প লাইনের মাধ্যমে নিবন্ধকরণ সুবিধা নেওয়া যাবে। এটিও চালু করা হয়েছে।

১৩ জুন পর্যন্ত ২৮ কোটি ৩৬ লক্ষ সুবিধাভোগী কো-উইন অ্যাপের মাধ্যমে নিবন্ধকরণ করিয়েছেন। এরমধ্যে ১৬ কোটি ৪৫ লক্ষ, অর্থাৎ ৫৮ শতাংশ অন-সাইট মোডে নিবন্ধকরণ করিয়েছেন।

এছাড়া, ১৩ জুন পর্যন্ত ২৪ কোটি ৮৪ লক্ষ টিকার ডোজ কো-উইন অ্যাপের মাধ্যমে রেকর্ড করা হয়েছে। যার মধ্যে ১৯ কোটি ৮৪ লক্ষ টিকার ডোজ গ্রহণ কেন্দ্র থেকে নিবন্ধকরণ করানো হয়েছে।

গত ১ মে,২০২১ থেকে ১২ জুন পর্যন্ত মোট ১,০৩,৫৮৫ টিকা গ্রহণ কেন্দ্র মারফত টিকা দেওয়া হয়েছে। এরমধ্যে ২৬ হাজার ১১৪ টি উপস্বাস্থ্য কেন্দ্র, ২৬ হাজার ২৮৭ টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং ৯ হাজার ৪৪১টি কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র মারফত টিকা দেওয়া হয়েছে।

কো-উইন অ্যাপের মাধ্যমে টিকা করনের জন্য সারা দেশে ৬৯ হাজার ৯৯৫ টিকাদান কেন্দ্র রয়েছে। এই টিকাদান কেন্দ্র গুলির মধ্যে ৭১ শতাংশ গ্রামীণ এলাকায় অবস্থিত।

কো-উইন থেকে ৩ জুন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, আদিবাসী অধ্যুষিত জেলাগুলিতে টিকা দেওয়ার পরিমাণ জাতীয় পর্যায়ের চেয়ে অনেক বেশি। ওইসব জেলাগুলিতে টিকাদান কেন্দ্রে গিয়ে টিকার ডোজ নেওয়ার সংখ্যা সবচেয়ে বেশি।