অনলাইন ক্লাস, পরীক্ষা নিয়েছে স্কুল, “ফাইভ থেকেই দেখছি এই ব্যাচটা খুব ভালো”, বললেন জয়ন্ত দত্ত

Published By: Madhyabanga News | Published On:

মাধ্যমিকে নজর কাড়া সাফল্য এনেছে মুর্শিদাবাদের গোরাবাজার ঈশ্বর চন্দ্র ইনস্টিটিউশন। মাধ্যমিকের রাজ্যের মেধাতালিকায় রয়েছেন এই স্কুলের তিন ছাত্র। সাফল্যের জন্য ছাত্রদের অভিনন্দন জানালেন স্কুলের প্রধান শিক্ষক ডঃ জয়ন্ত দত্ত। জয়ন্ত দত্ত জানান, এই ব্যাচের আরো অনেকেই খুব ভালো নম্বর পেয়েছে। ক্লাস ফাইভ থেকেই বেশ মেধাবী বলেই চিহ্নিত এই ব্যাচের ছাত্রেরা।
জয়ন্ত দত্ত বলেন, ” ফাইভ থেকেই দেখছি এই ব্যাচটা খুব ভালো । শিক্ষক শিক্ষিকারা সকলেই পরিশ্রম করেছিলাম। করোনার আবহেও অনলাই ক্লাস, ক্লাস টিচিং চলেছিল। টেস্টের পরেও পরীক্ষার ব্যবস্থা করেছিল স্কুল”। ছাত্ররা পরিশ্রম করেই ফল পেয়েছে বলে জানান স্কুলের প্রধান শিক্ষক।
মাধ্যমিকের মেধাতালিকায় প্রথম দশে রয়েছেন মুর্শিদাবাদের তিন ছাত্র, এক ছাত্রী । রাজ্যে পঞ্চম হয়েছেন গোরাবাজার আইসিআই স্কুলের ছাত্র শুভ্র দত্ত। শুভ্র পেয়েছেন ৬৮৯ নম্বর।
রাজ্যে মাধ্যমিকে ৬৮৬ পেয়ে অষ্টম হয়েছেন গোরাবাজার আইসিআই স্কুলের ছাত্র ফারহান বিশ্বাস । মেধাতালিকায় নবম স্থানে রয়েছে স্নেহাশিস চ্যাটার্জি এই স্কুলেরই ছাত্র । ৬৮৫ পেয়েছে ওই ছাত্র। নবম হয়েছেন ডোমকল বালিকা বিদ্যাপিঠের মেমরি মিম জামান কামরুজ্জামানও ।