অধীরের মশা নিধনে নাড়ুগোপালের তোপ। বহরমপুরে ডেঙ্গি তরজা চরমে

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ ডেঙ্গি দমন নিয়ে সরগরম বহরমপুরের রাজনীতি।  তাপমাত্রার পারদ নামলেও এখনও দাপট দেখাচ্ছে ডেঙ্গি।  এর মাঝেই বহরমপুরে ডেঙ্গি রুখতে মশা নিধনে রাস্তায় নামতে দেখা গেল বহরমপুরের  সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে । সোমবার সকালে বহরমপুরের বিভিন্ন এলাকায় মশা মারার তেল স্প্রে করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর  চৌধুরী সহ কংগ্রেস নেতা কর্মীরা। এদিন বহরমপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালান হয়। এলাকার অলিগলি থেকে ড্রেন সর্বত্র মশা মারার তেল স্প্রে করা হয়।

এদিন অধীর চৌধুরী অভিযোগ করেন ডেঙ্গি রুখতে প্রশাসন উদাসীন। তাই কংগ্রেস নেতা কর্মীরা প্রতিদিন এই মশা নিধন অভিযানে নামছে। যদিও অধীরের মশা নিধন অভিযানকে নাটক বলে কটাক্ষ করেছেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান  নাড়ু গোপাল মুখ্যার্জী । নাড়ু গোপাল মুখার্জির দাবি,  রাজনীতি করার জন্য এসব করছে কংগ্রেস । সাংসদ হিসেবে অধীরের কাজ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। নাড়ুগোপাল বলেন, শহরের জন্য কিছু করেন নি অধীর। চাইলে বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র করে, চিকিৎসক আনিয়ে শহরের মানুষের সেবা করতে পারতেন। সেসব না করে ছবি তুলতেই রাস্তায় নেমেছেন বলে কটাক্ষ করেছেন নাড়ুগোপাল।