অধীরের মঞ্চে বামফ্রন্ট প্রার্থী

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ ১ এপ্রিলঃ মুর্শিদাবাদে  সামসেরগঞ্জ জটের মধ্যেই ডোমকলে এগল জোট। শুক্রবার রানিনগরে   অধীরে  মঞ্চে  বক্তা হিসেবে দেখা মিলল ডোমকলের প্রার্থী মোস্তাফিজুর রহমানের । ছিলেন রানিনগরের কংগ্রেস প্রার্থী ফিরোজা বেগমও। শুধু মোস্তাফিজুর রহমান নয়, বক্তা ছিলেন সিপিআই(এম)’এর প্রাক্তন সাংসদ বদরুদ্দোজা খান,  রানিনগরের বাম নেতারাও।

সংযুক্ত মোর্চার বাম ও কংগ্রেস প্রার্থীকে নিয়ে এদিন রানিনগরে সভা করেন  প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। রানিনগরের রামনগর ডি এন ক্লাব মাঠে কংগ্রেসের ডাকে  কর্মী সভায় তৃণমূল কংগ্রেস আর বিজেপি’র বিরুদ্ধে সুর চড়ান কংগ্রেস, বাম দুই শিবিরের নেতারাই।

ডোমকল সাবডিভিশনে সংযুক্ত মোর্চার হয়ে  তিন আসনের মধ্যে দুই আসনে প্রার্থী দিয়েছে সিপিআই(এম) , এক আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস।

সভা শেষে প্রত্যয়ী অধীর বলেন, সংযুক্ত মোর্চা এবার রাজ্যে ক্ষমতায় আসবে।

এদিন মঞ্চের ব্যাকড্রপে কংগ্রেস নেতাদের পাশাপাশি ছিল বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসু, সুর্য মিশ্রের ছবিও। ভোটের মরশুমে রাজ্যজুড়ে বাম কংগ্রেস যৌথ কর্মসূচি শুরু হলেও। মুর্শিদাবাদে এখনও বড়ো মাপে সেই উদ্যোগ চোখে পড়েনি। রানিনগরেই প্রথম অধীরের মঞ্চে দেখা মিলল বাম প্রার্থীর।

জোটকে অবশ্য গুরুত্ব দিতে চাইছেনা তৃণমূল কংগ্রেস।