এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

অধীরঃ তৃণমূলের পেট India’র Gate হবে না

Published on: September 26, 2021

রবিবার বহরমপুরে সাংবাদিক বৈঠক করে তৃনমূল কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়ালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। অধীর বলেন,  ভারতে কংগ্রেসকে গিলে খাওয়ার স্বপ্ন দেখছে তৃণমূল। অধীর বলেন, ”

দিদিকে চালাচ্ছে পিকে। দিদিকে এখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার খোয়াব দেখাচ্ছে পিকে। পিকে বোঝাছে যে কংগ্রেসটাকে যেরকম পশ্চিমবঙ্গ থেকে  তুলে দিয়েছ, সেরকম ভারবর্ষ থেকে তুলে দেওয়ার চেষ্টা করো”

কিন্তু সেই স্বপ্নপূরণ হবে না।   অধীর বলেন, “আপনারা কুয়োর ব্যাং কুয়োতে থাকুন আর দেখতে থাকুন আপনাদের পরিণাম কী হয়” ।

কংগ্রেস নিয়ে করা মমতা ব্যানার্জির মন্তব্যের প্রতিবাদেও সরব হয়েছেন অধীর। প্রশ্ন তুলেছেন  মমতা ব্যানার্জির রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা নিয়েও।

কংগ্রেস ছাড়া মমতা ব্যানার্জির পরিচয় কী ছল ? প্রশ্ন তোলেন  অধীর। “ রাজীব গান্ধী কি আপনাকে নেত্রী বানায় নি ? সে দলকে বলছেন পচা ডোবা?” , বলেন বহরমপুরের সাংসদ। অধীর বলেন, “ মমতা ব্যানার্জি সারা ভারতবর্ষে বিশ্বাসঘাতকতার রাজনীতির সংক্রমণ নিয়ে আসছেন”। ২০১১’র নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পাশে ছিল কংগ্রেস, সেই কথাও মনে করিয়ে দেন অধীর।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now