অগ্নিমূল্য ছট পুজোর বাজার

Published By: Madhyabanga News | Published On:

কালী পুজোর রেশ কাটতে না কাটতে চলে এল ছট পুজো। সারা দেশের পাশাপাশি মুর্শিদাবাদ জেলাতেও চলছে শেষমুহূর্তের ছট পুজোর প্রস্তুতি। আগে ছট পুজো হিন্দিভাষী বা পশ্চিম সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখন তা সর্বজনীন রূপ নিয়েছে, বাঙালিদের ১২ মাসে ১৩ পার্বনের মধ্যে চলে এসেছে ছটপুজো। রাত পোহালেই ছট পুজো, তার আগে বাজারে বাজারে উপচে পড়া ভিড়। জোরকদমে চলছে বিকিকিনি। তবে নানান ধরনের ফল থেকে শুরু করে কুলো সব কিছুর দামই আকাশছোঁয়া, ফলে বাজারে এসে হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের।কলা থেকে আপেল, শশা, লেবু, পেয়ারা, নারকেল থেকে শুরু করে সমস্ত ফলের দামই আকাশছোঁয়া। ছট পুজোর বাজারে নাভিশ্বাস উঠছে আম জনতার। বাধ্য হয়েই অনেকেই পরিমানে কিনছেন কম। দুর্গা পুজো, কালী পুজোর পর ছট পুজো, উৎসবের মরশুম চলায় বাজারদর এতটা চড়া, বলছেন ফল বিক্রেতারা। দাম বৃদ্ধির ফলে বিক্রিতেও ভাটা পড়ছে, ফলে মুখে হাসি নেই বিক্রেতাদের। উৎসবের মরশুমের পর বাজার দর নাগালের মধ্যে আসে কিনা সে দিকেই তাকিয়ে ক্রেতা, বিক্রেতা উভয়েই।