এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

অগ্নিপথের জের, ফারাক্কায় স্টেশন গুলিতে নিরাপত্তা জোরদার

Published on: June 18, 2022

মিলন সরকার ফরাক্কা: অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে দেশ জুড়ে জ্বলছে আগুন। আর সেই আঁচ যাতে এসে বা পৌচ্ছায় মুর্শিদাবাদে তার জন্য তৎপর রেল দপ্তর ও পুলিস প্রশাসন। শনিবার সকাল থেকেই ফারাক্কার বিভিন্ন স্টেশনে বাড়ানো হয়েছে নিরাপত্তা। বাংলা ঝাড়খন্ড সীমান্তে ফারাক্কার তিলডাঙা স্টেশনে বাড়ানো হয়েছে বাড়তি নিরাপত্তা। তিলডাঙ্গা স্টেশন চত্বর ও এলাকা গুলোতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া টহলদাড়ি পুলিশ ও জিআরপির। সকাল থেকেই স্টেশনে চত্বরে চলছে নজরদারি, পুলিশ ও জিআরপি যৌথ ভাবে অভিযানে নেমেছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now