মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ১৪মেঃ করোনা মোকাবিলায় রাস্তায় তরুণরা। কেউ অসুস্থ মানুষের বাড়িতে পৌঁছে দিচ্ছেন অক্সিজেন সিলিণ্ডার, কেউ পৌঁছে দিয়ে আসছেন অষুধ, রান্না করা খাবার সব্জি বাজার। রাজ্যের মতো বহরমপুরেও এই কাজ শুরু করেছেন ‘রেড ভলেন্টিয়াররা’। বহরমপুরে এই রেড ভলেন্টিয়ারদের হাতে এক লক্ষটাকা অর্থ সাহায্য তুলে দিলেন প্রাক্তন প্রাথমিক স্কুল শিক্ষিকা ভারতী দাস।
শুক্রবার ভারতী দাসের জন্মদিনে তিনি এই সিদ্ধান্ত নেন। করোনায় অক্সিজেনের অভাবে মানুষের মৃত্যুতে মন কেঁদেছে প্রাক্তন শিক্ষিকার। তিনি চান, এই টাকা খরচ হোক অক্সিজেন সিলিন্ডার কিনতে।
বহরমপুরে চালু হয়েছে রেড ভলেন্টিয়ারদের হেল্প ডেস্ক। এদিন রেড ভলেন্টিয়ারদের পক্ষ উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই নেতা সন্দীপন দাস। তিনি বলেন, সীমিত সাধ্য নিয়ে করোনার বিরুদ্ধে লড়াই করছেন মুর্শিদাবাদের রেড ভলেন্টিয়াররা। এই টাকা দিয়ে কেনা হবে অক্সিজেন সিলিন্ডার।