অকাল বর্ষণে সর্ষে চাষে ক্ষতি

Published By: Madhyabanga News | Published On:

পশ্চিমী ঝঞ্ঝার জেরে অকাল বর্ষন জেলায় , আবহাওয়া দপ্তরের পুর্বাভাস অনুযায়ী রবিবার মুর্শিদাবাদ জেলা জুড়ে ভোর থেকেই আকাশের মুখ ছিল ভার। ঘন কুয়াশার দাপট দেখা যায়। প্রায় সারাদিনই ঝিরঝিরব  বৃষ্টি দেখা যায়। আবহাওয়ার খাম খেয়ালিপনায় রবি মরশুমে ফসলে ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।

এই সময় জমিতে রয়েছে তৈলবীজ, যেমন সর্ষে । সর্ষে  গাছে কোথাও পাকার মুখে দানা আবা কোথাও প্রায় পেকে গিয়েছে। বৃষ্টির জেরে সেই সর্ষে  দানায় ফলন অনেকটায় কমতে পারে বলে মনে করছেন কৃষকরা।

বৃষ্টি ও কুয়াশার দাপটে সর্ষে  গাছ যেমন কালো হয়ে
যাওয়ার সম্ভবনা রয়েছে তেমনি সর্ষের  দানার ফলনও অনেকটায় কম হবে বলে আশঙ্কা করছেন কৃষকরা। এবছর জেলার হরিহরপাড়া, নওদা, রেজিনগর, বেলডাঙা, বহরমপুর, ডোমকল,রানীনগর , জলঙ্গি সহ বিভিন্ন ব্লকে এবছর প্রচুর পরিমানে সর্ষে  চাষ হয়েছে।

তবে একেবারে তীরে এসে তরী  ডোবার মত অবস্থা করেছে  পশ্চিমী ঝঞ্ঝা। ফসল ঘরে ওঠার আগেই এমন বৃষ্টিতে
সর্ষে চাষীদের মাথায় হাত পড়েছে।