মুর্শিদাবাদে ৭ পৌরসভায় সকাল ৯ টার মধ্যেই ভোট পড়ল ১৮.৫০ শতাংশ। সব থেকে বেশি ভোট পড়েছে মুর্শিদাবাদ পৌরসভায় । ২০.৬০ শতাংশ মানুষ ভোট দিয়েছেন সকাল ৯ টার মধ্যে।
সকাল ৯ টার মধ্যে কোন পৌরসভায় ভোট হয়েছে কতো শতাংশঃ
বেলডাঙ্গা পৌরসভা ১৯.৭৯%
বহরমপুর পৌরসভা ১৯.০৭ %
ধুলিয়ান পৌরসভা ১৯.৬৪ %
জঙ্গীপুর পৌরসভা ১৯.৪১%
জিয়াগঞ্জ – আজিমগঞ্জ পৌরসভা ১৫.৯৭%
কান্দি পৌরসভা ১৫.৭৭%
মুর্শিদাবাদ (সদর) পৌরসভা ২০.৬০ %
সকাল থেকে জেলায় ভোট শান্তিপূর্ণই। বড় কোন অশান্তির খবর মেলেনি।