বহু ঐতিহ্য মন্ডিত নিমতিতা জমিদারবাড়ি সরকারিভাবে হেরিটেজ সাইট তকমা পেল। ঐতিহাসিকরা জানান,
লর্ড কর্নওয়ালিশের চিরস্থায়ী বন্দোবস্তের সূত্র ধরে ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে এই জমিদারির সূচনা হয়। নিমতিতা জমিদারীর মূলপ্রবর্তক গৌরসুন্দর চোধুরী ও দ্বারকানাথ চৌধুরী যাঁদের নামে শতবর্ষ প্রাচীন ও প্রখ্যাত নিমতিতা জি, ডি ইনস্টিটিউশন রয়েছে।
সংস্কৃতির সাথে এই রাজবাড়ির যোগও দীর্ঘদিনের । স্বাধীনতা আন্দোলনেও প্রভাব ছিল এই রাজবাড়ির। এই বাড়িতে রাত কাটিয়েছেন কাজী নজরুল ইসলাম।
এই বাড়িতেই জলসাঘর এর শ্যুটিং করেছেন সত্যজিৎ রায়। শ্যুটিং হয়েছে দেবী, তিনকন্যা ইত্যাদি সিনেমার। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এই রাজবাড়ি পয়েন্ট থেকেই মুক্তিযোদ্ধাদের সামরিক সহায়তা করে ভারত। সম্প্রতি বাড়ি ঘুরে দেখেছিল হেরিটেজ কমিশনের প্রতিনিধি দল।
“হেরিটেজ” তকমা পেল নিমতিতা রাজবাড়ি,জেলার মুকুটে নতুন পালক
Published By: Madhyabanga News |
Published On:
