মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ ভরতপুরে হুমায়ুন কবীরের সভায় ডাক পেলেন না ভরতপুর ১ উত্তর ব্লক তৃণমূল সভাপতি সঞ্জয় সারখেল। শনিবার ভরতপুরের বুন্দরিয়া এলাকায় ব্লক যুব তৃণমূল কংগ্রেসের ডাকে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সভা হয়। সেই সভায় ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর ভরতপুর ১ দক্ষিণ ব্লক তৃণমূল সভাপতি নজরুল ইসলামকে পাশে বসিয়ে বক্তব্য রাখেন। সভা থেকে ভরতপুর ১ উত্তর ব্লক তৃণমূল সভাপতিকে আক্রমন করেন তিনি ।
যদিও ভরতপুর ১ উত্তর ব্লক তৃণমূল সভাপতি সঞ্জয় সাখেলের দাবি যুব তৃণমূলের সভা হওয়ায় হয়তো ডাক পাননি তিনি । হুমায়ুন আর বির্তক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। এদিনের এই সভা থেকেই তা আবার স্পষ্ট। অন্যদিকে নজুরুল ইসলাম টারজেন বলেন, এলাকায় বিজয়া সম্মিলনীও করেন নি সঞ্জয় সরখেল। টারজেনের কটাক্ষ, কোন প্রোগ্রাম তিনি (সঞ্জয় সরখেল) করছেন না। কেউ কোন কাজ না করলে পোস্ট ধরে রেখে লাভ নেই। যদিও সঞ্জয় সরখেলের দাবি, বড়ঞা বিধানসভার বিজয়া সম্মিলনীতে যোগ দিয়েছেন এলাকার কর্মীরা। দলের নির্দেশে প্রতি বুথে প্রোগ্রাম চলছে।