হরিহরপাড়ায় রাজ্যের মন্ত্রী কে ঘিরে বিক্ষোভ তৃণমূলের একাংশের

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব প্রতিবেদনঃ নিজের একসময়ের রাজনৈতিক সতীর্থ তথা বিশিষ্ট সমাজসেবী সাথে দেখা করতে এসে দলেরই একাংশের বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের সংখ্যালঘু ও মাদ্রাসা দপ্তরের মন্ত্রী গিয়াস উদ্দিন মোল্লা। শনিবার এই ঘটনায় হরিহরপাড়া থানার স্বরুপপুর এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে থানার বিশাল পুলিশবাহিনী। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন গিয়াস উদ্দিন বাবু সপরিবারে মুর্শিদাবাদে এসেছিলেন প্রয়োজনীয় কাজে। আর সেই কাজের ফাঁকেই হরিহরপাড়া থানার আতরমোড় এলাকায় তারই এক সময়ের রাজনৈতিক সতীর্থ অহেদ আনসারী বাড়িতে সাক্ষাত করার জন্য হাজির হন। এতেই স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশ অভিযোগ করে বলেন, মন্ত্রী বর্তমানে বিজেপি ঘেষা ওই বিশিষ্ট সমাজসেবী অহেদ আনসারীর সাথে গোপন শলা পরামর্শ করতে এসেছে।এরপরই গিয়াস উদ্দিন মোল্লা তার বন্ধু বাবু অহেদের বাড়ি থেকে বেরিয়ে ফেরার পথে তার গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখায় তৃণমূলের বিক্ষুব্ধ একাংশ। বিক্ষোভকারীদের মাঝে পড়ে চরম অস্বস্তিতে পড়ে যান মন্ত্রী গিয়াস উদ্দিন। মন্ত্রী কে ঘিরে তারা বিজেপির সাথে গোপন যোগসাজশের অভিযোগ তুলে স্লোগান দিতে শুরু করে।প্রসঙ্গত গত পঞ্চায়েত নির্বাচনে ওই বিশিষ্ট সমাজসেবী অহেদ আনসারী নির্দল থেকে জেলা পরিষদের পদের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। যদিও তিনি জয়লাভ করতে পারেনি। ফলে এমতাবস্তায় সমাজসেবী ঐ অহিদুলের সাথে মন্ত্রীর বৈঠক কে ঘিরে ব্যাপক শোরগোল পড়েছে।