নিজস্ব সংবাদদাতা, হরিহরপাড়াঃ ভর দুপুরে বিধ্বংসী আগুনে পুড়ল পরপর থাকা দশটি বাড়ি। হরিহরপাড়ায় কেশাইপুর এলাকায় বুধবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দাউদাউ আগুনে কালো ধোঁয়ায় ঢাকে গোটা এলাকা। স্থানীয়রা জল ঢেলে আগুন নেভানোর কাজে হাত লাগায়। জানা গিয়েছে এদিন দুপুরে কেশাইপুর এলাকায় একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার থেকে আগুন ধরে যায় বাড়িতে। সেই গ্যাস সিলিন্ডার ফেটে পাশের বাড়িতে গিয়ে পড়লে আগুন ছড়িয়ে পরে একের পর এক বাড়িতে। আগুনের গ্রাসে প্রায় গোটা এলাকা। একের পর এক বাড়িতে আগুন জ্বলতে থাকে।
স্থানীয় বাসিন্দা ফজলুল সেখের দাবী, সময়ে আসেনি দমকলে। দমকল আসার আগেই পুড়ে যায় বাড়ি গুলি। আগুনে পুড়ে নষ্ট হয়ে গিয়েছে বাড়ির প্রায় সমস্ত কিছুই। আগুনে ঝলসে মৃত্যু হয়েছে বেশ কিছু গবাদি পশুরও। পরে অবশ্য দমকল এসে এই ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে আহত হন বেশ কয়েকজন। তাঁদেরকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।