মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ ইসলামপুরঃ ২৯ মার্চঃ রাতে ঘুমানোর আগে চারটে ঘুমের ওষুধের বড়ি খাইয়ে স্বামীকে অচেতন করে দিয়ে, তারপর শ্বাসরোধ করে তাঁকে হত্যা করল স্ত্রী। বুধবার সকালে ইসলামপুর থানার সিতানগর গ্রামের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে পুলিশ। সূত্রের খবর, ইসলামপুরের সিতানগর গ্রামে স্বামী বাবু শেখের সাথে থাকতেন স্ত্রী মার্জিনা বিবি। মার্জিনা বিবির দাবী, দীর্ঘদিন ধরে স্বামী বাবু শেখ তাঁর উপর শারীরিক নির্যাতন চালাতো। সেই অত্যাচার আর সহ্য করতে না পেরে মঙ্গলবার রাতে স্বামীর খাবারে ঘুমের ওষুধ খাইয়ে তাঁকে অচেতন করে তারপর শ্বাসরোধ করে হত্যা করে বলেই অভিযোগ। বুধবার সকালে প্রতিবেশীরা জানতে পেরে মৃতদেহ উদ্ধার করে। খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। স্বামীকে খুনের কথা স্বীকার করেছেন অভিযুক্ত স্ত্রী মার্জিনা বিবি।