স্বরূপপুর পঞ্চায়েতে ডেপুটেশন দিল সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ আবাস প্লাসের চুড়ান্ত তালিকা প্রদান, কী কী শর্তাবলীর ভিত্তিতে তালিকা প্রস্তুত হয়েছে তা লিখিতভাবে প্রকাশ করা, ১০০ দিনের পরিবর্তে বছরে ২০০ দিনের কাজের ব্যবস্থা করা, অবিলম্বে বকেয়া ১০০ দিনের টাকা প্রদান সহ বিভিন্ন দাবিতে হরিহরপাড়ার স্বরূপপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানকে স্মারকলিপি প্রদান করল সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন।

অঞ্চল কমিটির পক্ষ থেকে শুক্রবার স্বরূপপুর পঞ্চায়েত প্রধানের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়। স্মারকলিপি প্রদানের পাশাপাশি পঞ্চায়েত কার্যালয়ের বাইরে বিক্ষোভ সভাও করা হয় । কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআই(এম) এর হরিহরপাড়া এরিয়া কমিটির সম্পাদক ইনসার আলী বিশ্বাস সহ সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন এর নেতা কর্মীরা।

সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের স্বরূপপুর অঞ্চল সম্পাদক আব্দুল মালেক বলেন, “দশদফা দাবী ডেপুটেশন জমা দিয়েছি। আশা করছি প্রধান সত্তর বিষয়টি খতিয়ে দেখবেন।”

স্মারকলিপির দাবি গুলি ক্ষতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাসও দেন স্বরূপপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিনুল হাসান।