নিজস্ব প্রতিবেদনঃ সোমবার মুর্শিদাবাদ জেলায় নতুন করে ৪৭ জন করোনা আক্রান্তের খোঁজ মিলল। ভি আর ডি এল টেস্টে পজিটিভ হয়েছেন ৩৪ জন এবং র্যাপিড অ্যান্টিজেন টেস্টে পজিটিভ হয়েছেন ১৩ জন। ব্লক ভিত্তিক ভি আর ডি এল টেস্টে যারা পজিটিভ হয়েছেন তাদের এলাকার তালিকা দেওয়া হল- বহরমপুর পৌরসভা এলাকায় ৬ জন, বেলডাঙা এক নম্বর ব্লকে ১ জন, ডোমকল ব্লকে ২ জন, লালগোলা ব্লকে ৯ জন, হরিহরপাড়া ব্লকে ৪ জন, ভগবানগোলা ২ নম্বর ব্লকে ১ জন, রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লকে ২ জন, রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকে ৪ জন, সামশেরগঞ্জ ব্লকে ১ জন, জঙ্গিপুর পৌরসভা এলাকায় ১ জন, সুতি ১ নম্বর ব্লকে ২ জন এবং ফারাক্কা ব্লকে ১ জন। মুর্শিদাবাদ জেলায় এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ৩,২৮৬ জন।