মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ প্রয়াত বিধায়কের বাড়িতে সটান হাজির বিরোধী প্রার্থী । রাজনীতিতে যখন সৌজন্যের আকাল, তখন এমন ছবিই দেখা গেল বহরমপুরে। রাজনৈতিক মহলের যদিও দাবি, সৌজন্য নয়। ভৌট কৌশলেই প্রয়াত মন্ত্রীর বাড়িতে হাজির হয়েছেন কংগ্রেসের প্রার্থী। ২৭ ফেব্রুয়ারি সাগরিদিঘি বিধানসভা আসনে উপনির্বাচন । নির্বাচন মননোয়ন জমা দেওয়ার আগে প্রয়াত তৃনমূল বিধায়ক, মন্ত্রী সুব্রত সাহার বাড়ি হাজির হলেন কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস । এদিন বহরমপুরে কংগ্রেস অফিস থেকে বেড়িয়ে তিনি যান সুব্রত সাহার চুয়াপুরের বাড়িতে। কথা বলেন সুব্রত সাহার স্ত্রীর নমিতা সাহার সাথেও। আশীর্বাদও চান কংগ্রেস প্রার্থী। এদিন বাড়ি থেকে বেড়িয়ে বাইরন দাবি করেন , সুব্রত সাহার পরিবারের সাথে পুরোনো সম্পর্ক। আশীর্বাদ নিতেই এসেছিলেন।
সুব্রত সাহার মৃত্যুতে ফাঁকা হয় সাগরদিঘি আসন। এই আসনে কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাইরন বিশ্বাস। তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন দেবাশিস ব্যানার্জি। আর এই সাক্ষাৎ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক দড়িটানাটানিও। রাজনৈতিক মহলে জল্পনা ছিল, সুব্রত সাহার মৃত্যুর পর প্রয়াত মন্ত্রীর পরিবারের কাউকে ওই আসনে প্রার্থী করা হতে পারে। তবে সেই সম্ভাবনায় জল ঢেলেছে তৃনমূল। প্রার্থী করা হয়েছে সাগরদিঘির তৃনমূল ব্লক সভাপতি দেবাশিস ব্যানার্জিকে। তবে কি প্রয়াত বিধায়কের বাড়ি এসে সুব্রত আবেগে ভাগ বসাতে চাইছেন বাইরন ? উঠছে সেই প্রশ্নও।