এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

সুতিতে ভুয়ো শিক্ষক হেড স্যারের ছেলেই !

Published on: January 19, 2023

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ  মুর্শিদাবাদের সুতি-১ নম্বর ব্লকের গোঠা এআর হাইস্কুলে একজনের সুপারিশ পত্র আরেকজনের নিয়োগপত্র নকল করে ভুয়ো শিক্ষকের বিরুদ্ধে কড়া হাইকোর্ট। কিভাবে অন্যের নিয়োগপত্র নকল করে চাকরি, জানতে বৃহস্পতিবার এই মামলার তদন্তভার সিআইডিকে দিলেন হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর। বুধবারই এই সংক্রান্ত মামলার শুনানিতে রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডির ডিআইজিকে ডেকে পাঠিয়েছিলেন বিচারপতি। তাঁর উপস্থিতিতেই এই মামলার তদন্তভার সিআইডিকে দিয়ে বিচারপতির নির্দেশ, জেলা স্কুল পরিদর্শককে এফআইআর দায়ের করতে হবে। তার ভিত্তিতে তদন্ত করবে রাজ্যের সংস্থা। ২ সপ্তাহের মধ্যে তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে। ২ ফেব্রুয়ারি মামলাটি আবার শুনবে আদালত। গোঠা হাইস্কুলের স্কুলের প্রধান শিক্ষক আশিস তিওয়ারির পুত্র অনিমেষ তিওয়ারির বিরুদ্ধে এক পাশ করা শিক্ষকের নিয়োগপত্র জাল করে প্রধান শিক্ষক বাবার স্কুলে চাকরি নেওয়ার অভিযোগ ওঠে। ২০১৯ সাল থেকে অনিমেষ ওই স্কুলে বেআইনি ভাবে কর্মশিক্ষার শিক্ষক পদে চাকরি করছেন। এরপরই মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। এরই তদন্তভার এবার সিআইডিকে করার নির্দেশ দলেন বিচারক।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now