Madhyabanga News : স্বেচ্ছাসেবী সংগঠন সিনির উদ্যোগে ভাইফোঁটার আয়োজন। জলঙ্গীর ১৪১ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের সাগরপাড়া ক্যাম্পে গিয়ে বিএসএফ ব্যাটালিয়নের জওয়ানদের ভাইফোঁটা দিলেন বোনেরা। বৃহস্পতিবার সকালে একেবারেই উৎসব উদযাপনের ছবি বিএসএফ ক্যাম্পে। এদিন বিএসএফ জওয়ানদের হাতে সুতো বেঁধে, গলায় মালা পরিয়ে ও মিষ্টিমুখ করিয়ে ভাইফোঁটা দেওয়া হয় চিরাচরিত নিয়ম মেনে।প্রতি বছরের মতো এবারও সীমান্ত রক্ষা বাহিনীদের সাথে ভাইফোঁটার উৎসবে সামিল বোনেরা। বিশেষ এই দিনটিতে পরিবার পরিজন ছেড়ে কর্মসূত্রে বহু দূরে থাকলেও আনন্দ ভাগ করে নিতে পারায় খুশি সকলেই।