এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

সামান্য পাঁচিল নিয়ে বিবাদ, তাতেই বেলডাঙায় প্রাণ গেল গৃহবধূর

Published on: October 7, 2022

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ সামান্য পাঁচিল নিয়ে বিবাদের জেরে মুর্শিদাবাদের বেলডাংগায় প্রাণ হারালেন এক গৃহবধূ। শুক্রবার সকালে পুলিন্দা নতুনপাড়া এলাকায় এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। মৃত মহিলার নাম সাহিদা বিবি। এই ঘটনার পর থেকেই থমথমে গোটা এলাকা।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে বাড়ির পাশে একটি পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল শেরফুল হকের সাথে প্রতিবেশী ইব্রাহিম রহমানের । শুক্রবার সকালে এই পাঁচিল ভাঙা শুরু হতেই বিবাদ চরমে ওঠে। ইব্রাহিম  রহমানের লোকজন পাাঁচিল ভাঙতে যান  বলে অভিযোগ। সেই সময়েই  পাঁচিল ভাঙতে বাধা দেওয়া হয়। এর পরেই  শেরফুল হকের বাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয় বলে অভিযোগ। ইটের ঘায়ে ঘটনাস্থলে মৃত্যু হয় বছর ৩৩ এর সাহিদা বিবির। এই ঘটনায় জখম হন আরও চার জন। তাঁদের বেলডাঙা গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় দুপক্ষের চার জনকে আটক করে বেলডাঙা থানার পুলিশ। ঘটনাস্থলে উত্তেজনা থাকায় মোতায়েন করা হয় পুলিশ বাহিনী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now