Madhyabanga News যে বয়সে স্কুলে যাবার কথা ওরা কেউ বিড়ি বাঁধছে, আবার কেউ রাস্তায় এমনিই করে ঘুরে বেড়াচ্ছে। গত দু মাস থেকে শামশেরগঞ্জের বোগদাদনগর,প্রতাপগঞ্জ, মহেশতলা শিবপুর এই অঞ্চল গুলিতে একের পর এক বাড়ি তলিয়ে যাচ্ছে গঙ্গা ভাঙনে। গঙ্গা ভাঙ্গনে ওই অঞ্চলের বেশিরভাগ মানুষ প্রায় নিঃস্ব । সাধারণ জিনিসপত্র তো ভাঙ্গনের তোড়ে চলেই গেছে, তার সাথে চলে গেছে প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রয়োজনীয় বই পত্র । এখন সেই সব সাধারন মানুষদের স্থায়ী হয়েছে স্কুল বাড়িতে। যে হাতে পেন খাতা ধরার কথা সেই হাত এখন বিড়ি বাঁধার কাজ করতে হচ্ছে। গঙ্গা ভাঙনে কত কী না করতে হবে জানা নেই তাদের। শৈশব এই ভাবে হাড়িয়ে যাচ্ছে জানা নেই তাদের। যে স্কুল বাড়ি এক সময় তাদের পড়াশোনার যায়গা ছিল আজ তা বসবাসের যায়গা। পরিবারের সদস্যরাও চিন্তিত তাদের ভবিষ্যৎ নিয়ে। কবে ভাঙ্গনের অভিশাপ থেকে মুক্তি মিলবে কবে আবার বই খাতা হাতে স্কুলে যাওয়া যাবে জানা নেই কারও। এই ভাবে আর কতদিন থাকতে হবে তাও জানা নেই কারও।