সামশেরগঞ্জে আবার ভাঙন! তলিয়ে গেল ঘর

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ জলস্তর নামতেই ফের ভয়াবহ গঙ্গা ভাঙ্গন সামশেরগঞ্জে। রবিবার সন্ধ্যা থেকে নতুন করে নদী বক্ষে বিলীন হয়েছে প্রায় ১০টি বাড়ি। ঘর হাড়িয়ে বাসিন্দাদের আশ্রয় হয়েছে বাগানে। এখনও তলিয়ে যাওয়ার আশঙ্কার প্রায় ২০টিরও বেশি বাড়ি। ভাঙনে তলিয়ে যাওয়ার আগে শেষ সম্বল টুকু বাঁচাতে নিজেরাই ভেঙে নিচ্ছেন পাকা বাড়ি।

তাপমাত্রার পারদ চড়তেই গঙ্গার জলস্তর নামতে শুরু করেছে। আর তার কারনেই নতুন করে ভাঙ্গন দেখা দিয়েছে সামশেরগঞ্জের কামালপুর গ্রামে। রবিবার সন্ধ্যায় হঠাত করেই এলাকায় শুরু হয় নদী ভাঙ্গন। বিপদজনক ভাবে নদীর ধারে ঝুলছে এলাকার বাড়িগুলি। রাত থেকেই অনেকেই সেই বাড়ির দরজা জানলা সহ যেটুকু বাঁচানো যায় তা খুলতে ব্যস্ত। তিল তিল করে গড়ে তোলা আজ ভাঙনের পাল্লায় পরে বাড়ি ভাঙতে হচ্ছে। সামশেরগঞ্জে গঙ্গা ভাঙ্গন নিয়ে ক্ষোভ বাড়ছে নদী পাড়ের বাসিন্দাদের। ভাঙনে ক্ষতিগ্রস্থ এলাকাবাসীর দাবী, কোনও আধিকারিক তাঁদের সাথে কখনও যোগযোগ করেনি বাধ্য হয়ে তাঁরা পাশের বাগানে আশ্রয় নিয়েছেন।