মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ ফের ভাঙ্গন সামশেরগঞ্জে, মহাশটোলার পর এবার সাতঘড়িয়া। সোমবার সকালে ফের নতুন করে গঙ্গা ভাঙ্গন শুরু হয়েছে সাতঘড়িয়া এলাকায়। ইতিমধ্যেই কয়েক বিঘা জমি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। মহেশটোলার পাশেই এই সাতঘড়িয়া গ্রাম, সেখানেও নতুন করে ভাঙ্গন শুরু হওয়ায় আতঙ্কে ঘুম উড়ছে নদী পারের বাসিন্দাদের।
প্রায় তিন বছর ধরে এই এলাকায় ভাঙ্গন চলছে । এই ভাঙ্গন কবলিত এলাকা থেকে প্রায় ৩০০ মিটার দুরেই রয়েছে বসতি, এই ভাবে ভাঙ্গন হতে থাকলে আদৌ কতটা নিরাপদে থাকা যাবে তা নিয়ে সংশয়ে রয়েছেন সামশেরগঞ্জের সাতঘড়িয়া এলাকার বাসিন্দারা। গঙ্গা ভাঙ্গন রোধে স্থায়ী সমাধানের দাবি তুলছেন ভাঙ্গন কবলিত গঙ্গাপারের বাসিন্দারা।
সামশেরগঞ্জের মহাটোলার পর এবার নতুন করে ভাঙ্গন সাতঘড়িয়ায়
Published By: Madhyabanga News |
Published On:
