মাসুদ আলিঃ শনিবার সাত সকালে ফের গঙ্গা ভাঙন শুরু হয়েছে সামশেরগঞ্জের।
বেশ কয়েকদিন ধরেই সামসেরগঞ্জে একের পর এক বাড়ি নদী গর্ভে তলিয়ে যাচ্ছে ।যার ফলে ভিটেমাটি হারাচ্ছেন মানুষ। এদিন সকালে মহেশটোলা গ্রামে ফের নদী গর্ভে তলিয়ে গেল একটি আস্ত দোতলা বাড়ি। সকাল থেকে ফের ভাঙন শুরু হওয়ায় কার্যত আতঙ্কিত হয়ে রয়েছে এলাকাবাসি।
সাত সকালে আতংকের ছবি সামসেরগঞ্জে
Published By: Madhyabanga News |
Published On:
