মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ নির্বাচনের আগে সাগরদীঘির কংগ্রেস কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে সকাল থেকেই সাগরদীঘি থানা ঘেরাওয়ে সামিল কংগ্রেসের নেতা কর্মী সমর্থকেরা। সেই বিক্ষোভে সামিল হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী । সাইদুল রহমান নামে এক কংগ্রেস কর্মীকে গত রাতে গ্রেপ্তার করেছে সাগরদীঘি থানার পুলিশ । এরই প্রতিবাদ জানাতে সকাল থেকেই থানার সামনে বিক্ষোভ দেখান বাম কংগ্রেস নেতা কর্মীরা । এদিন দুপুরে সেখানে যান বহরমপুরের সাংসদ, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বাম নেতাদের সাথে নিয়ে তিনিও থানার সামনে বসে বিক্ষোভে অংশ নেন। ভোটের আগে চক্রান্তের অভিযোগ তুলে এই ঘটনায় ক্ষোভ উগড়ে দেন অধীর চৌধুরী । সকাল থেকে বেলা অবধি বিক্ষোভের পর থানার সামনে থেকে সরে আসেন কংগ্রেস কর্মীরা। বহরমপুরে এসে গ্রেফতারের নিন্দা করেছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
সাগরদিঘি থানার গেটে বসে পড়লেন অধীর। বাম নেতাদের নিয়ে বিক্ষোভ দলের কর্মীকে ছাড়াতে
Published By: Madhyabanga News |
Published On:
