নিজস্ব সংবাদদাতা, সাগরদিঘিঃ সাগরদিঘিতে ভাগীরথীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক নাবালিকার, নিখোঁজ এক বালক। মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। নিখোঁজের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। জানা গিয়েছে মুর্শিদাবাদের সাগরদিঘির কাবিলপুর এলাকায় ভাগীরথীতে স্নান করতে যায় ৫ জন শিশু কিশোর। স্থানীয়দের দাবী তারা সকলে নৌকা থেকে জলে লাফ মারে । সাঁতার না জানায় সকলেই তলিয়ে যেতে থাকে। স্থানীয়দের তৎপরতায় তিনজনকে উদ্ধার করা গেলেও তলিয়ে যায় বছর ১০ এর সাথী মন্ডল ও রকি মন্ডল। বেশ কিছুক্ষন তল্লাসির পর ওখানেই সাথী মন্ডলকে উদ্ধার করে স্থানীয়রা। যদিও শেষ রক্ষা হয়নি, মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় সাগরদিঘি থানার পুলিশ। খবর দেওয়া হয়েছে ডুবুরি দলকেও। মর্মান্তিক এই ঘটনায় শোঁকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। নিখোঁজ রকি মন্ডলের খোঁজে চলছে তল্লাশি। নদীর পারে ভিড় জমিয়েছেন স্থানীয়রা। উৎকণ্ঠায় নদীর পারে অপেক্ষায় নিখোঁজের পরিবারও।