বসন্ত যে এসে গেল তার প্রমান মিলল সরস্বতী পুজোতেই। সরস্বতী পুজো মানেই বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। স্কুল কলেজে বন্ধুদের সাথে ঠাকুর দেখা। সারাদিন চুটিয়ে আনন্দ। আর এই আনন্দ উদযাপনে শহর বহরমপুরের নতুন পাওয়না ‘ আই লাভ বহরমপুর’। সরস্বতী পুজোয় তরুণ যুবদের ডেসটিনেশন ব্যারাক স্কোয়ারের’ আই লাভ বহরমপুর’ সেলফি জোন।
শাড়ি, পাঞ্জাবী পরে ঝাকে ঝাকে তরুণ যুবদের ঢল নামল এই স্মারকের সামনে। কেউ তুলল সেলফি কেউ আবার গ্রুফি। সরস্বতী পুজোয় জমজমাট হয়ে উঠল ব্যারাক স্কোয়ার। যুবক যুবতীদের কথায়, শেষ দুই বছর সরস্বতী পুজো বাড়িতেই কাটাতে হয়েছে।