বহরমপুরে শুরু হয়েছে সৈদাবাদ নবীন নাট্য সংস্থার নাট্য অভিনয় কর্মশালা। ৬ মাস ধরে এই কর্মশালা চলবে। শিক্ষার্থীরা বিনামূল্যেই নাটকের বিভিন্ন বিষয়ে হাতেকলমে পাঠ নেবেন। সৈদাবাদ নবীন নাট্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিজিৎ সরকার, তন্ময় সান্যাল, শ্যামাপ্রসাদ বন্দোপাধ্যায়, দীপক বিশ্বাস, সুগত সেন, অরিন্দম বন্দোপাধ্যায়, তিলক বন্দোপাধ্যায়, প্রান্তিক দত্ত, সোমনাথ ভট্টাচার্য, পার্থ প্রতিম দাস, শান্তনু মজুমদারের তত্ত্বাবধানে চলবে কর্মশালা।
এই কর্মশালার বিষয় হিসেবে থাকছে “অভিনয়, অভিনয়ের ইতিহাস, কোরিওগ্রাফি, মিউজিক, আলোকসজ্জা, রূপসজ্জা, নাট্য লিখন, মঞ্চ এবং নাট্য নির্মাণ। রবিবার, ৩০ শে জানুয়ারি ২০২২ তারিখে বিকেল ৩ টের সময় এই কর্মশালার উদ্বোধন হয়েছে সৈদাবাদ নবীন নাট্য সংস্থার নিজস্ব মহড়া ঘরে।