নিজস্ব প্রতিবেদনঃ ভারতের প্রথম উপ রাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি তথা প্রখ্যাত শিক্ষাবিদ ডঃ সর্বপল্লি রাধাকৃষ্ণণের জন্মজয়ন্তী ৫ ই সেপ্টেম্বর। এই বিশেষ দিনটি শিক্ষক দিবস হিসেবেই উদযাপিত হয়ে আসছে। শিক্ষক দিবস উদযাপন মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের। শনিবার বহরমপুরে কংগ্রেস পার্টি অফিসে বিশেষ ভাবে পালিত হল এই দিনটি। পার্টি অফিসের সামনে ডঃ সর্বোপল্লী রাধা কৃষ্ণণের ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান সাংসদ ও লোকসভার কংগ্রেসের পরিষদীয় দলনেতা অধীর রঞ্জন চৌধুরী এবং কংগ্রেস নেতা, কর্মীরা। বহু শিক্ষকদের সংবর্ধনাও জানানো হয়। পড়ুয়াদের ভবিষ্যৎ গড়ার উদ্দ্যেশ্যে শিক্ষকদের অবদানের প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্যই এই দিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। শিক্ষক দিবস উদযাপনের মধ্য দিয়ে সভায় বক্তব্য রাখেন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী সহ বিধায়ক ও কংগ্রেস নেত্রী।