শহীদ সন্তোষ ভট্টাচার্য স্মরণে সেমিনার বহরমপুর রবীন্দ্রসদনে। নিখীল বঙ্গ শিক্ষক সমিতির মুর্শিদাবাদ জেলা শাখার তরফে এই স্মরণ সভার আয়োজন করা হয়। আধুনিক শিক্ষা ও সংস্কৃতির বিকাশে ইতিহাসের বিকৃতি অন্যতম বাধা, সেমিনারে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সুস্নাত দাস সহ বিশিষ্ট জনেরা।
অল বেঙ্গল টিচার অ্যাসোসিয়েশনের প্রথম শহীদ সন্তোষ ভট্টাচার্যের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মরণ সভার আয়োজন করা হল শনিবার। বহরমপুর রবীন্দ্র সদনে আয়োজিত এই সেমিনারে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র ভারতী বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ডঃ সুস্নাত দাস। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক, শিক্ষিকারা অংশগ্রহণ করেন। এই বিশেষ দিনে যে কোন একটি বিষয়ের ওপর সেমিনারের আয়োজন করা হয়। এবারের বিষয় আধুনিক শিক্ষা ও সংস্কৃতির বিকাশে ইতিহাসের বিকৃতি অন্যতম বাধা।