রবীন্দ্রনাথ কৈবর্ত্তঃ দীপাবলির আগেই প্রচুর পরিমানে নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার কান্দিতে। গ্রেফতার করা হয়েছে এক ব্যবসায়ীকে। পুজোর সময় শব্দ বাজি রুখতে তৎপর প্রশাসন। বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি অভিযান। বুধবার রাতে কান্দির বিভিন্ন জায়গায় অভিযান চালায় পুলিশ। কান্দির চার নম্বর ওয়ার্ড ও বোলতুলি এলাকায় চলে অভিযান। বোলতুলি এলাকায় একটি মুদির দোকান থেকে উদ্ধার হয় প্রচুর পরিমানে নিষিদ্ধ শব্দবাজি। গ্রেফতার করা হয় দোকান মালিক অরুপ পালকে। কি কারনে এই নিষিদ্ধ শব্দবাজি মজুর করেছিল ধৃত তা খতিয়ে দেখছে পুলিশ।
শব্দবাজি নিয়ে কড়া পুলিশ! কান্দিতে গ্রেফতার ১ ব্যবসায়ী
Published By: Madhyabanga News |
Published On:
